নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ মজনু শেখ (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার মুশুদ্দি পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ রোববার (১৪ জুলাই) সকালে টাঙ্গাইল আদলতের মাধ্যমে মজনুকে কারাগারে পাঠানো হয়েছে। আটক মজনু ওই এলাকার আব্দুল বারেক শেখের ছেলে।
ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মুশুদ্দি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মজনুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজতে থাকা ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মজনুকে আজ রোববার সকালে টাঙ্গাইল আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।