মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
“এসো শিকড়ের টানে, মিলি প্রিয় প্রাঙ্গণে” প্রতিষ্ঠার ৪৪ বছরে প্রথম মধুপুর আদর্শ ফাজিল মাদরাসার সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা মধুপুরে বাস মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত অতিরিক্ত ভাড়া ও মাপে কম দেয়ার অপরাধে মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মধুপুর পৌরশহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মধুপুর থেকে চুরি হওয়া ট্রাক ভারত সীমান্ত থেকে উদ্ধার মধুপুরে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মধুপুরে কর্ণেল আজাদের পক্ষে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন মধুপুরে গজারি গাছ ব্যবহার হচ্ছে ঘর নির্মাণের কাজে মধুপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা মধুপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বনবাসীদের ১২৯ টি মামলা প্রত্যাহারের ঘোষনা

ভূঞাপুরে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতিসহ নানাবিধ অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহানের বিরুদ্ধে। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা সিভিল সার্জনের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে হাসপাতাল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন।

লিখিত অভিযোগে জানা যায়, প্রায় দুই বছর আগে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগ দেন ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহান। যোগদানের পর থেকেই হাসপাতালের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ কোন কাজে খরচ না করে ভুয়া বিল, ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছেন। হাসপাতালের এক্সরে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি পরীক্ষার জন্য রোগীদের মাঝে রশিদ না দিয়ে প্রতিদিন অল্প সংখ্যক এক্সরে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজির টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বেশিরভাগ টাকা নিজের ব্যক্তিগত কোষাগারে জমা করেন। রশিদ বই এবং রেজিস্টার খাতা যথাস্থানে না রেখে নিজের কাছেই রাখেন তিনি। আবার যে কয়টি পরীক্ষার টাকা সরকারি কোষাগারে জমা করেন তার রশিদ তিনি নিজেই তৈরি করেন। এতে করে বিপুল পরিমাণ অর্থ থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

এছাড়া সরকারি বিভিন্ন ট্রেনিং ও প্রোগ্রামের টাকা চেকের মাধ্যমে উত্তোলন করে যৎ সামান্য টাকা বিতরণ করে বাকি টাকা নিজের পকেটে তোলেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও ঠিকাদারির বিভিন্ন খাতসহ খাদ্য ও পথ্যের ঠিকাদারের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। ফলে ঠিকাদাররা তাদের ঘুষের টাকার উশুল করতে কম ও নিম্নমানের খাবার পরিবেশন করে থাকেন। ফলে রোগীরা বঞ্চিত হচ্ছে প্রাপ্য খাবার থেকে ক্ষুন্ন হচ্ছে হাসপাতালের ভাবমূর্তি।

অপরদিকে, হাসপাতালে কর্মরত বিভিন্ন ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা তার অনিয়মের প্রতিবাদ করতে গেলে তাদের বিভিন্ন হুমকি ধামকি ও বদলির ভয় দেখিয়ে থাকেন তিনি। দিনের পর দিন এমন চললেও মুখ বুঝেই অনেকটা সহ্য করে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। অবশেষে ক্ষুব্ধ হয়ে তারা গত (১০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সোবহানের বিরুদ্ধে টাঙ্গাইল সিভিল সার্জনের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়েই পরদিন গত (১১ জুলাই) হাসপাতাল পরিদর্শনে যান সিভিল সার্জন ডাক্তার মিনহাজ উদ্দিন।

সিভিল সার্জনের হাসপাতাল থেকে ঘুরে যাওয়ার পর শুরু হয় আরেক নাটক। নিজেকে পরিশুদ্ধ করতে যারা অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়া শুরু করেন ওই দুর্নীতি পরায়ন স্বাস্থ্য কর্মকর্তা। ফলে অভিযোগকারীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, সিভিল সার্জন চলে যাওয়ার পর তাদের বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তাদের আতঙ্কে সময় কাটছে।

এসব অভিযোগের বিষয়ে ভূঞাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সোবহান জানান, বিষয়টি বসে সমাধান করা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন জানান, স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে। আর আর্থিক অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102