নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আন্দোলনকারীদের জ্বালাও-পোড়াও এবং হামলা-ভাঙচুরের ঘটনায় ১৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন শুরু হলে গত শুক্রবার টাঙ্গাইলে ব্যাপক সহিংস ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ৩টি পুলিশ বক্সে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাতটি গাড়ি ভাঙচুর করে। এসব ঘটনায় ২৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের কাউকে হাসপাতালে ভর্তি, আবার কাউকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসব ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগ নেতারা বাদী হয়ে ১০টি মামলা করেছেন।
এরমধ্যে টাঙ্গাইল সদরে ৩টি, মধুপুরে ৩টি, ধনবাড়ীতে ১টি, কালিহাতীতে ২টি ও ঘাটাইলে ১টি মামলা হয়েছে। প্রতিটি মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।