নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বুধবার ভোর ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল করার পর টাঙ্গাইলে জনজীবন স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই সরকারি সময়মসূচি অনুযায়ী সরকারি অফিস এবং ব্যাংকের শাখাগুলোর খুলেছে। স্বাভাবিকভাবে চলছে অফিস ও ব্যাংকের কার্যক্রম। সেবা নিতে এসে কাউকে ভোগান্তিতে পড়তে দেখা যায়নি।
এদিকে শহরের সকল দোকানপাট ও শপিংমল এবং বিপনী বিতানগুলো খুলেছে। অন্য সময়ের তুলনায় গতকাল শহরের রাস্তাঘাটে মানুষের চলাফেরা স্বাভাবিক রয়েছে।