মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত মধুপুরে কৃষি মেলা-২০২৫ এর উদ্বোধন বেকারত্ব দূরীকরণে শিল্পাঞ্চল গড়ায় গুরুত্ব দেওয়া হবে-মধুপুরে ফকির মাহবুব আনাম স্বপন মধুপুর পৌরসভার ২০২৫–২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা মধুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মধুপুরে মৃত ব্যক্তিকে দাফনে মামার বাধা মধুপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত “এসো শিকড়ের টানে, মিলি প্রিয় প্রাঙ্গণে” প্রতিষ্ঠার ৪৪ বছরে প্রথম মধুপুর আদর্শ ফাজিল মাদরাসার সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা মধুপুরে বাস মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত অতিরিক্ত ভাড়া ও মাপে কম দেয়ার অপরাধে মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মির্জাপুরে বিয়ের দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে কলেজছাত্রীর অবস্থান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে এক কলেজছাত্রী আওয়ামী লীগ নেতা লাল মিয়ার বাড়িতে অবস্থান নিয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে উপজেলার বাশতৈল ইউনিয়নের বাশতৈল উত্তরপাড়াতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্থানীয় উৎসুক জনতা ওই নেতার বাড়িতে ভিড় করছে বলে জানা গেছে। লাল মিয়া বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

স্থানীয়রা কয়েকজন জানান, গত প্রায় সাত বছর ধরে ওই কলেজছাত্রীর সঙ্গে লাল মিয়ার পরকীয়া চলছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দৈহিক সম্পর্কে লিপ্ত হয় বলে ওই ছাত্রী এলাকাবাসীকে জানিয়েছেন। ওই ছাত্রী সাত বছর আগে লাল মিয়ার কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা শুরু করেন। তখন থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

পরে তারা স্বামী-স্ত্রীর মতো চলাফেরা শুরু করেন এবং এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়। ওই ছাত্রী লাল মিয়াকে বিয়ের প্রস্তাব দিলে নানা কৌশলে বিষয়টি এড়িয়ে যান। পরে লাল মিয়া ভারতে ঘুরতে যায়। দেশে ফিরে লাল মিয়া কথা না রাখলে মঙ্গলবার সকালে ওই ছাত্রী তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা লাল মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, এমনটি হওয়ার কথা ছিল না। তবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল দেওয়ান বিষয়টি লোকমুখে শুনেছেন বলে জানান। তবে কোনো পক্ষই বিষয়টি তাকে জানাননি বলে জানান।

মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুল ইসলাম বলেন, এ বিষয়টি থানায় কোনো পক্ষই অবহিত করেননি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102