নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে শত্রুতার জেরে কৃষকের বেগুন গাছ উপড়ে তুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃষকের স্বপ্ন ভঙের পাশাপাশি কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ কৃষকের। আবাদি বেগুন ক্ষেতের প্রায় ৩ শতাধিক গাছ রাতের আঁধারে তুলে বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার উপজেলার লক্ষ্মীন্দর ইউপির বাঁশতলা এলাকায় এ ঘটনায় ঘটে। সরজমিন দেখা যায়, প্রায় দুই একর জমির আবাদি বেগুন ক্ষেতের কয়েকশ’ বেগুনের চারা তুলে ক্ষেতে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। কৃষকের এমন ক্ষতি দেখে স্থানীয় সবজি চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সবজি বাগান নিয়ে ওই এলাকার কৃষকরা দুশ্চিন্তায়ও পড়েছেন।
স্থানীয় কৃষক ও সাবেক ইউপি সদস্য বাহাদুর মিয়া জানান, এই অঞ্চলের মানুষ অর্থের যোগান দেন সবজি বিক্রি করে। এতে স্থানীয়রা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে থাকেন। সেই স্বপ্নের ফসলের ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এতে দরিদ্র কৃষকদের লোকসানের মুখে পড়তে হবে।
স্থানীয় কৃষক আব্দুল হক জানান, এমন ক্ষতি মেনে নেয়া যায় না।
যারা এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
স্থানীয় কৃষক সামাদ মিয়া জানান, কয়েক বছর আগে তার করলা গাছ কেটে বিনষ্ট করে হাবিবুর মিয়া নামে এক ব্যক্তি। এতে সালিশ বসালে অর্থদণ্ড দেয়া হয় তাকে। এ ঘটনায় শাস্তি দাবি করেন তিনি। ভুক্তভোগী কৃষি উদ্যোক্তা খালেকুজ্জামান সবুজ অভিযোগ করে বলেন, ‘আমার বেগুন ক্ষেতের শতাধিক চারাগাছ উপড়ে ফেলে স্থানীয় হাবিবুর মিয়া নামে একজন। এ নিয়ে সালিশি মীমাংসা হলেও পরবর্তীতে শত্রুতার জেরে আবার কয়েকশ’ চারাগাছ তুলে ফেলে রেখে গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য মো. মাছুম মিয়া জানান, ফলদ গাছ কাটায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। অভিযুক্ত হাবিবুর তা স্বীকারও করেছেন। এ নিয়ে সালিশি বৈঠকে বসে মীমাংসা করা হলে অভিযুক্ত ব্যক্তি সালিশ অমান্য করে পুনরায় একই ঘটনা ঘটিয়েছেন।