নিজস্ব প্রতিনিধিঃ সারা দেশের মতো টাঙ্গাইলে ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি দেন।
শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরে বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী জানান, শিক্ষার্থীরা জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। জেলা প্রশাসকের হয়ে আমি স্মারকলিপিটি গ্রহণ করেছি।
কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার প্রতিবাদে শহরে মিছিল ও নিরালামোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। এ সময় শহর, উপজেলা ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।