নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা মধুপুর পৌর শহরের বিভিন্ন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ ও শহরের আনারস চত্বরে তিনটি রাস্তার যানবাহন নিযন্ত্রণে ট্রাফিকের ভূমিকা পালন করায় প্রশংসায় ভাসছেন সাধারণ মানুষের কাছে।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধুপুর উপজেলা ইউনিটের শিক্ষার্থীরা নেমে পড়ে সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে।
জানা যায়, শহরের সড়কগুলো আন্দোলনকারীদের প্রতিবন্ধকতায় যানবাহন চলাচল অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিভিন্ন পয়েন্টে অগ্নিসংযোগ ও ইটপাটকেল পড়ে থাকায় পুরো শহরের পরিবেশ নোংরা হয়ে পরেছিল।
শহরের ব্যস্ততম আনারস চত্বর দিয়ে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সেখান থেকে জামালপুর রোডের ট্রাকমালিক সমিতির সম্মুখ, থানা মোড়, ময়মনসিংহ রোডের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা পায়ে হেঁটে ঝাটা ও বারুন দিয়ে পরিষ্কার করেন। এছাড়া ময়লা আবর্জনা তুলে দূরত্বে ফেলে দেন। শিক্ষার্থীদের এমন কাজে উদ্বুদ্ধ হয়ে অনেক পথচারীকেও সহযোগিতা করতে দেখা যায়।
ছাত্র আন্দোলনকারীদের একজন সবুজ মিয়া জানান, আমাদের আন্দোলনের কারনেই সড়কের এই দশা হয়েছিল। তাই আমরা আর ঘরে বসে থাকতে পারি না। আমরা এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে অন্যকে উৎসাহ প্রদান করে যেতেই আমদের এই প্রয়াস। আমরা চাই ভবিষ্যতের বাংলাদেশ একটি স্বপ্নের বাংলাদেশ হোক। হিংসাবিদ্দেশ মুক্ত বাংলাদেশ হোক।