নিজস্ব প্রতিনিধিঃ শেখ হাসিনার পদত্যাগের পর এলাকায় ফিরেছেন বিএনপির মির্জাপুর উপজেলার নেতাকর্মীরা। শেখ হাসিনা পদত্যাগের পর গত সোম ও মঙ্গলবার দফায় দফায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তৃতায় বিএনপি নেতৃবৃন্দ কোনো প্রকার সহিংসতা না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে সর্বোচ্চ সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার আশ্বাস দেন বক্তারা।
এর আগে গত সোমবার দুপুরের পর শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে বিজয় উল্লাস করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা। এ সময় তারা বাংলাদেশের পতাকা নিয়ে নব্য স্বাধীনতার উল্লাসে মেতে ওঠেন।
অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে চলে গেছেন উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সমপাদক এস এম মহসীন বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে সর্বোচ্চ সুরক্ষা দেয়া হচ্ছে। তিনি বিএনপির ওয়ার্ড নেতাদের সাথে নিয়ে হিন্দু সম্প্রদায় পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের ভীত না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। যে কোন সমস্যায় বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে আছে এবং থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।