নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর-উত্তম) বলেছেন, ‘দেশের সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার করা যাবে না। সংখ্যালঘুদের বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের বড় কালীমন্দিরের হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময়কালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।