মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

সখীপুরে কোটা বিরুধী ছাত্র আন্দেলনের শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গালের সখিপুরে গতকাল ১০ আগষ্ট (শনিবার) সকাল ১১টায় সখিপুর ঐতিহাসিক তালতলা চত্তরে ফ্যাসিবাদী হাছিনা সরকারের পতনে কোটা বিরুধী ছাত্র আন্দেলনের শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

সখিপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সাজুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ এড আহমেদ আযম খান। আরও বক্তব্য রাখেন সখিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার, আব্দুল হক আল আজাদ, মীর আবুল হাসেম আজাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আকবর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নাছির উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা,পৌর,ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কুষকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ফ্যাসিবাদী হাছিনা সরকারের সমালোচনায় বলেন-শেখ হাসিনা বিগত ১৫বছরে বিএনপি’র ১০হাজার নেতাকর্মীকে খুন,গুম করেছে, ১০লাখ নেতাকর্মীকে নিঃস্ব করেছে এবং ৩০লাখ নেতাকর্মীর নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে জেল-জুলুম, হুলিয়া দিয়েছে। তিনি আরও বলেন, বিগত ১০বছরে হাসিনা ১৫লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশে আর দখলদার, লুটতরাজ, চাঁদাবাজ, জগদ্দল সরকার প্রতিষ্ঠিত হবে না। নোবেল বিজয়ী, আন্তর্জাতিক ব্যক্তিত্য ড.মুহম্মদ ইউনুস এর নেতৃত্বে যে অন্তবর্তী সরকার গঠন করা হয়েছে তাদের মাধ্যমে অতিবিলম্ভে একটি সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সভার প্রারম্ভে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের এবং শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights