নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা ও দলিল লেখকেরা। রোববার (১১ আগস্ট) সকালে কয়েক শতাধিক নারী-পুরুষ মাথায় কাফনের কাপড় বেঁধে সাব-রেজিস্টারের কার্যালয় ঘেরাও করে। পরে সাব-রেজিস্টারের কার্যালয় থেকে একটি ঝাড়ু মিছিল কালিহাতী বাসস্ট্যান্ড, থানা ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে। পরে মিছিলটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে যোগদেন বিক্ষোভকারীরা।
সমাবেশে দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ইমান আলী মিঞা, সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম সরকার, সহ-সম্পাদক শাহীন হোসেন, সাংগঠনিক সম্পাদক লিটন, কোষাধ্যক্ষ ছুরমান হোসেন, দপ্তর সম্পাদক আবু ছাইদ মিয়া, প্রচার সম্পাদক আজগর আলী, সদস্য কালিপদ পাল, বাদল চন্দ্র মজুমদার ও আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, কালিহাতী সাব-রেজিস্টার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলকে প্রতি দলিলে ঘুষ বাবদ অতিরিক্ত ১০ হাজার টাকা না দিলে দলিল রেজিস্ট্রি হয় না। এতে উপজেলার সাধারণ জনগণ তাদের মেয়ের বিয়ে, বিদেশ যাত্রা, চিকিৎসা ও পারিবারিক নানাবিধ জটিল সমস্যার সমাধান করতে পারেন না এবং আমরা অসহায় দলিল লেখকগণ পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে জীবন যাপন করতেছি। বক্তারা আরও বলেন, সোনার বাংলায় আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা আনন্দিত ও অভিভূত। তাঁর নিকট আকুল আবেদন ঘুষখোর, দুর্নীতিবাজ, অসামাজিক, মানবতাহীন, মিথ্যাচার, স্বৈরাচারী সাব-রেজিস্টার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের বিচার ও অবিলম্বে প্রত্যাহার করে উপজেলার সাড়ে চার লক্ষ জনগণকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি ও দলিল লেখকদের হয়রানির কবল থেকে এবং সরকার বাহাদুরের বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি থেকে রক্ষা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।