নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ৯০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) ভোরে পৌর শহরের কান্দাপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- টাঙ্গাইল শহরের কাগমারা এলাকার মজনু মিয়ার ছেলে সুমন আহম্মেদ (২৫) ও সদর উপজেলার রক্ষিত বেলতা গ্রামের আনোয়ারের ছেলে আলহাজ মিয়া (২৭)। তারা লোক চক্ষুর আড়ালে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করে আসছিল।
টাঙ্গাইল সদর থানার (ওসি) লোকমান হোসেন জানান, শহরের কান্দাপাড়া থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৯০ লিটার মদসহ সেনাবাহিনী ও শিক্ষার্থীরা থানায় নিয়ে আসে। সেনাবাহিনী, শিক্ষার্থী ও সদর উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।