নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্যোগে ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনা ও ডেঙ্গু রোগ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে সেমিনারে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাহিদুল ইসলাম, ডাঃ তারিকুল ইসলাম, ডাঃ নন্দিতা ঘোষ, ডাঃ নূর আলামিন, ডাঃ ফারজানা শারমিন প্রমূখ। সেমিনারে ডেঙ্গু রোগ, প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে প্রেজেস্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ বিশ্বজিত চন্দ্র দাস।
সেমিনারে বক্তারা ডেঙ্গু রোগ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করেন। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর অনেকটাই প্রতিরোধ করা যায় বলে মন্তব্য করা হয়। এজন্য সবাই সচেতন থাকার আহবানও জানানো হয়। সেমিনারে সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, ডাক্তার, নার্স, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।