নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর বনের ভিতর থেকে নূরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সাগরদিঘী ইউনিয়নের পাহাড়িয়াপাড়া গ্রামের আফছার আলীর ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, নূরুল ইসলাম গত রোববার রাতে বাড়ি থেকে কাউকে না বলে চলে যায়। পরে সোমবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জঙ্গলে নূরুলের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভিক্টর ব্যানার্জী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক বিষাদ থেকে আত্মহত্যা করেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠিয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।