নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমহাটী গ্রাম থেকে দুটি গাভী ও একটি বাছুর চুরি হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে চোরের দল বাইমহাটী গ্রামের আব্দুল খালেক মিয়ার গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় খালেক মিয়া ও তার স্ত্রী দুটি গরু ও তিনটি বাছুর গোয়াল ঘরে রেখে বসত ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় চোরের দল গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে দুটি গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে গরু চুরি হওয়ার বিষয়টি জানতে পারে।
খালেকের ছোট ভাই আমিনুর মিয়া জানান, কয়েকদিন আগে গাভী দুটি বাচ্চা দিয়েছে। চোরের দল গাভী দুটি চুরি করে নিয়ে গেছে। বাছুরসহ গাভী দুটির মূল্য প্রায় দুই লাখ টাকা হবে বলে তিনি জানান।