নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আঞ্চলিক একটি কাঁচা সড়ক সংস্কার করা হয়েছে। উপজেলার কচুয়া-নিশ্চিন্তপুর সড়কের নিশ্চিন্তপুর বাজারের কাছে অন্তত ৪০০ মিটার কাঁচা সড়কে বড় বড় খানাখন্দে পথচারীদের চরম দুর্ভোগ শুরু হলে সংগঠনটির সদস্যরা সড়কটি সংস্কারের উদ্যোগ নেন।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার কচুয়া-নিশ্চিন্তপুর সড়কে শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্যদের সাথে আরো অন্তত অর্ধশতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে মড়ক সংস্কারের কাজে অংশ নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- নিশ্চিন্তপুর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, মোস্তফা কামাল, ফারুক আল ফরহাদ, জসীম আল মামুন প্রমুখ।