মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

টাংগাইলে ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের ১০ গ্রেড‘র দাবীতে স্বারকলিপি প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং ডিপ্লোমাধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন জেলায় কর্মরতরা। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন।

এ সময় তারা বলেন, ৪ বছর বছর মেয়াদি সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীগণ দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হচ্ছে। বিগত ১৯৯৪ সালে জনপ্রশাসন মন্ত্রনালয়ে ১৬৪ নং প্রজ্ঞাপনে প্রকাশিত বাংলাদেশ গেজেটে সকল ডিপ্লোমাধারীগণ ৩৮টি ডিপ্লোমাধারীর মধ্যে সার্ভেয়িং একটি। যা গেজেটে ২য় শ্রেণীর পদ মর্যাদায় ১০ম গ্রেডে প্রদান করা হয়েছে। কিন্তু সকল ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেড বাস্তবায়ন হলেও শুধুমাত্র বৈষম্যের শিকার হয়েছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ। এই বৈষম্য দূরীকরণে এবং প্রজ্ঞাপন ও জনপ্রশাসন মন্ত্রনালয় বাস্তবায়ন করতে এক যোগে সারাদেশের সার্ভে প্রকৌশলী ডিপ্লোমাধারীগণ নিজ নিজ জেলার জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন। দ্রুত সময়ের মধ্যে দাবী আদায় না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কামরুল আলম, রফিকুল ইসলাম (সাবেক) যুগ্ম সম্পাদক, সার্ভেয়ার ওমর ফারুক উপজেলা ভূমি অফিস ঘাটাইল, টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার আবুল হোসেন, জাকিরুল আলম, টাঙ্গাইল পানি উন্নয় বোর্ডের সার্ভেয়ার জহিরুল ইসলাম, এলজিইডি মধুপুরের সার্ভেয়ার মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলায় কর্মরত ডিপ্লোমাধারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights