নিজস্ব প্রতিনিধিঃ আশা টাঙ্গাইল (ঘাটাইল) জেলার অধীনে মধুপুর অঞ্চলের চাপড়ি বাজার ব্রাঞ্চে আশা শিক্ষা কর্মসূচির শিক্ষা সেবিকাদের ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাপড়ি বাজার ব্রাঞ্চের অধীনে ১৫টি শিক্ষাকেন্দ্রের ১৫ জন শিক্ষাসেবিকা ও একজন সুপারভাইজার নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আশা শিক্ষা অফিসার আমিনুল ইসলামের নির্দেশনায় সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো: আব্দুস ছাত্তারের তত্ত্বাবধান ও সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালা গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর শেষ হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য উপযোগী নানা বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এ বি এম রাজিয়া সুলতানা, সুপারভাইজার আলকামা সিকদার।