নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়। গতকাল সকালে উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন।
ধননাড়ী থানার ওসি ইদ্রিস আলী বলেন, জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় ধনবাড়ীর বাঘিল এলাকায় পৌঁছলে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় অটোতে থাকা আরও ৩ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার সময় চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।