নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল নাগরপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে নাগরিক সংবর্ধনা ও সারী গান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গয়হাটা ইউনিয়নবাসী এ অনুষ্ঠানের আয়োজনে করে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল রউফ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক এর বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরপুরের ছাত্রনেতা মো. আবু বকর ছিদ্দিক। আরো বক্তব্য রাখেন নাগরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মো. ইদ্রিস আলী খান, মো. আল আমিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার ও বিটিভির তালিকাভুক্ত সংগীত শিল্পী আরিফ আহমেদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে সারী গান অনুষ্ঠিত হয়।