নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের খুনি এবং আন্দোলনে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সকল সাধারন ছাত্র-জনতার আয়োজনে মানববন্ধন কর্মসুচী পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার জনগন অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। কর্মসুচীতে বক্তরা খুনি এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।