নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) টাঙ্গাইল সদর শাখার প্রথম কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বাদ মাগরিব টাঙ্গাইল শহরস্থ ময়মনসিংহ রোডে একতা টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান। বাংলাদেশ কলেজ সমিতি(বাকশিস) টাঙ্গাইল সদর শাখার সাধারণ সম্পাদক টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক মফিজুল হকের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহানুর রহমান। এছাড়াও আলোচনায় অংশগ্রহন করেন প্রভাষক মোঃ বেল্লাল হোসাইন, হাবিব উল্লাহ সরকার, মোঃ মাহাতাবুল ইসলাম, মোহাম্মদ হারুনুর রশীদ, রফিকুল ইসলাম, আব্দুস সামাদ, মোহাম্মদ মোজাম্মেল হক, মোঃ মোবারক হোসাইন ও মোঃ নূরুল আমিন প্রমুখ।