মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

ভূঞাপুরে হামলায় চার কাউন্সিলর আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভূঞাপুর পৌরসভায় কাউন্সিলরদের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় চারজন কাউন্সিলর আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর আহত পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলরকে আল আমিনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতরা হলেন- পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন ও ১নং ওয়ার্ডের রঞ্জু মিয়া। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা গেটের সামনে এই ঘটনা ঘটে। আহতদের দাবী বিএনপির নেতাকর্মীরা কাউন্সিলরদের উপর এই হামলা চালিয়েছে।

আহত ২নং ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন জানান, কয়েকজন কাউন্সিলর পৌরসভার প্রকৌশলীর সাথে কাজের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। তার সাথে আলোচনা শেষে পৌরসভার গেটের সামনে আসতেই বিএনপির লোকজন আর্তকিতভাবে হামলা করে। হামলা তিনজন আহত হয়েছিল। এতে গুরুত্বর আহত হয়েছে কাউন্সিলর আনোয়ার। আমি হাসপাতালে এসে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারলেও আনোয়ার নিরাপত্তাহীনতার কারণে হাসপাতালে আসতে পারছেন না। ঘটনাটি পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তাকে (ভূমি) জানানো হয়েছে।

পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তার হোসেন জানান, কয়েকজন মিলে প্রকৌশলীর সাথে কথা বলতে গিয়েছিলাম। এক পর্যায়ের সেখান থেকে বিএনপি নেতা জাহাঙ্গীরের একজন কর্মী এসে আমাকে ডেকে নিয়ে যায়। পরে বাইরে গেলে জাহাঙ্গীর জিজ্ঞাসা করে আওয়ামী লীগের কাউন্সিলররা পৌরসভায় কেন?। এরপর আমাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরই গেটের সামনে থাকা কাউন্সিলর আনোয়ার, আল আমিন ও রঞ্জুর উপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়।

ভূঞাপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুকমল রায় জানান, কাউন্সিলররা অফিসিয়াল কাজে পৌরসভায় আসছিলেন। পরে তারা যাওয়ার পর পৌরসভার বাইরে ঘটনাটি ঘটেছে বলে জেনেছি।

ভূঞাপুর পৌরসভার প্রশাসক ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, কাউন্সিলরদের উপর হামলার ঘটনাটি শুনেছি। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights