মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

মাভিপ্রবিতে ফার্মেসি দিবস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। ‘ফার্মাসিস্টরা বিশ্বব্যাপী স্বাস্থ্য চাহিদা পূরণ করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি এবং বেলা ১১টায় ১২তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক, প্রক্টর প্রফেসর ড. ইমাম হোসেন, টাঙ্গাইল সিভিল সার্জন ডা: মিনহাজ উদ্দিন মিয়া, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান মোগলসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে বিগত ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে (২৫ সেপ্টেম্বরকে) বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতিবছর এই দিনটিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights