নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে।
গ্রেপ্তাররা হলেন-পটুয়াখালী জেলার সদর উপজেলার হরতকী বাড়িয়া হাসানুজ্জামান হাওলাদার (৫৫), গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামের মৃধাবাড়ি এলাকার মো. আল আমিন মৃধা (৪০), বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের মো. আবুল কালাম আজাদ (৪৬) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রগুনাথপুর গ্রামের মো. রুবেল (৩৫)।