মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

মধুপুরে মাদক সেবনের দায়ে এক জনের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধে এক যুবকের কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ।

জানা যায়, মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ পূর্বপাড়া গ্রামের সেলিম দীর্ঘ দিনযাবত মাদক সেবন করে আসছে। তার বাবা-মা অতিষ্ঠ হয়ে প্রশাসন কে জানালে সোমবার (৩০ সেপ্টেম্বর) তার গ্রাম থেকে আটক করে। সেলিমের বাবা আব্দুস সাত্তার। তাকে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মধুপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, সে মাদক সেবন করে। তার মা-বাবা প্রশাসন কে জানালে তাকে আটক করে মাদক সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights