নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা পুলিশ। গত শুক্রবার (৪ঠা অক্টোবর) রাতে পৌর এলাকার কলেজ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, শহরের বটতলা এলাকায় গুলি করার ঘটনাকে কেন্দ্র করে লাল মিয়া নামে এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।