নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সরকারি আর্থিক অনুদান হিসেবে এ জিআর চালের ডিও বিতরণ করা হয়। গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৬ অক্টোব) সকালে উপজেলা পরিষদ হল রুম সনাতন ধর্মলম্বীদের ৪৬টি পূজা মন্ডপে পূজার ওদের হাতে ৫০০ কেজি করে চালের ডিও বিতরণ করা হয়।
গোপালপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এখলাস মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রলয় কুন্ডু, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক চাঁন মিয়াসহ এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পূজা মন্ডপের পূজারো বিন্দু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।