নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে ভোক্তা অধিকার আইনে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা এ অভিযান পরিচালনা করেন। এ সময় বাসাইল পৌরসভার বর্ণিকিশোরী এলাকার দুই দ্রব্যমূল্যের দোকানদারকে এক হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভুক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ লঙ্গনের দায়ে এ জরিমানা করা হয়।
তিনি জানান, জনস্বার্থে নিয়মিত বাজারে অভিযান করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।