নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার বড়চওনা বাজারে ব্যবসায়ে অনিয়মের দায়ে ৩জন ডিম ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮অক্টোবর)সকাল থেকে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমসহ জেলা- উপজেলা সিভিল সার্জনের স্যানিটারী প্রতিনিধিগণ । এ-সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কুতুবপুর বাজারের বিক্রয় রশিদে দর উল্লেখ, ক্রয় রশিদ সংরক্ষণ না করায়,অতিরিক্ত দামে ডিম বিক্রি করার অপরাধে মেসার্স রবিউল টেডার্সকে ৮০ হাজার, একই অপরাধে বড়চওনা বাজারের মেসার্স এস এস এস এন্টারপ্রাইজকে ৮০ হাজার এবং জাকিয়া এন্টারপ্রাইজকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের অপরাধ স্বীকার করে অঙ্গীকার দেয়।
এবিষয়ে টাঙ্গাইল জেলা ভোক্তা সংরক্ষণ আইন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীন আলম জানান,ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ জনসাধারণকে মেনে নিতে এমন অভিযান। তিনি আরও বলেন,বানিজ্য মন্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা সংরক্ষণ আইনে জনস্বার্থে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।