নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজশিক্ষার্থী ইমনের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর। সোমবার (অক্টোবর) বিকেলে গণঅধিকার পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে এই সহায়তা প্রদান করেন তিনি।
এর আগে নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দেন সাবেক ভিপি নূরুল হক নূর।
এ সময় নূর, উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নিহত ইমনের ছোট ভাই সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।