নিজস্ব প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যেকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে বাসাইল উপজেলা হলরুমে আলোচনা সভা, যুব ঋনের চেক ও প্রশিক্ষনের সনদ বিতরণ ও যুব র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেয়ামত উল্ল্যাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় কর্মকর্তা মীর ময়ইনুল হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হযরত আলী,বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: মিলন ইসলাম,উপজেলা বৈষম্যহীন ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবির হোসেন,ওলিউল্লাহ খান,ইসতোয়ার মিয়া পাপ্পু, ইমতিয়াজ আহমেদ রোকনসহ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: সবুজ মিয়া।