মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলমকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সন্ধায় মির্জাপুর প্রেসক্লাব এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।
প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি জহিরুল ইসলাম শেলি সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওকে ডায়রি ও কলম উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন, এস এম এরশাদ, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, শিলা আক্তার, মো. জুবায়ের হোসেন, মো. সানোয়ার হোসেন প্রমুখ।