মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ২৩তম তাফসীরুল কুরআন মাহফিল শুরু হচ্ছে। ২৮, ২৯ ও ৩০ নভেম্বর উপজেলা সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেলে ৫টা থেকে রাত এগারোটা পর্যন্ত মাফফিল চলবে। ২৮ নভেম্বর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফচ্ছিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, ২৯ নভেম্বর আল্লামা হাসন জামিল ও ৩০ নভেম্বর মুফতি আব্দুল মান্নান উসমানী প্রধান বক্তা হিবেসে ওয়াজ পেশ করবেন বলে ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার সাধারণ মাওলানা সাজেদুল ইসলাম শামীম জানিয়েছেন। তাফসীরুল কুরআন মাহফিল সফল করতে মাঠে ডেকোরেশনের কাজ থেকে প্রচার প্রচারনার কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।
সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ফরিদ হোসাইন জানান, আমাদের সংগঠনের উদ্যোগে ২৩ তম এ আয়োজনে উপজেলার ধর্ম প্রাণ মুসুল্লিরা ছাড়াও প্রতি বছরের ন্যায় আশপাশের উপজেলার শতশত মুসুল্লিারাও কুরআনের তাফসীর শুনতে শরীক হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।