নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গালের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় শাহ সুলতান ফাহাদ (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৯টায় উপজেলার সাগরদিঘী-ঘাটাইল আঞ্চলিক সড়কের কামালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ- পরিদর্শক শহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শাহ সুলতান ফাহাদের বাড়ি সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের ইন্দারজানি গোবরচাকা গ্রামে। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে সাগরদীঘি বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজবাড়ি ইন্দারজানি যাচ্ছিলেন।