মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মালায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক উপ-মন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ নেতৃবৃন্দ খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকালে উপজেলা ও পৌর বিএনপি নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, সহ-সভাপতি কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাংগঠনিক রমজান আলী মিয়া, যুবদল নেতা গোলাম মোস্তফা জীবন, মেহেদী হাসান সিদ্দিকী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াজেদ মৃধা প্রমুখ।