মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃঃ টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যেভাবে সাজা দেয়া হয়েছিল। ইতিহাসে তা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ইতিহাস বলে, মিথ্যা দিয়ে সত্যকে আড়াল করে রাখা যায় না, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টসহ নেতৃবৃন্দ খালাস পাওয়ায় সেটাই প্রমাণিত হয়েছে।
বুধবার দুপুরে মির্জাপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ নেতৃবৃন্দ খালাস পাওয়ায় আয়োজিত আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাসসন্ট্যান্ড থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দুলাল মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হযরত আলী মিঞা ছাড়াও বক্তৃতা করেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসেন দিপু, জাহাঙ্গীর আলাম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান লিটন, শরীফুল ইসলাম শামীম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, সেলিম হোসেন, অতুল সাহা, সুজন মিয়া পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠু প্রমুখ।