মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, অনেক রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব এই অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এ অধিকার প্রতিষ্ঠিত হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।
গতকাল শনিবার বিকেলে উপজেলা সদরের জহুরবাড়ী মোড়ে মির্জাপুর পৌর কৃষক দল ও ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা, পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী সোহরাব, খন্দকার মোবারক হোসেন, গোড়াই আঞ্চলিক শাখা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিদ্দিকী, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক এসএম রাসেল, ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শামীম, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল মান্নান খান মান্না, সাধারণ সম্পাদক সোলাইমান মিয়া প্রমুখ।
সাঈদ সোহরাব বলেন, দীর্ঘ দিন দেশের জনগণের উপর ফ্যাসিস্ট সরকার ভর করেছিল। তারা জনগণের সকল অধিকার হরন করে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আগামী দিনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করবে ।