নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকের যে সংসদীয় গণতন্ত্র, সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফসল।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজের উদ্যোগে কলেজ মাঠে আয়োজিত নতুন ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন হোক, নির্বাচিত সরকার চায় মানুষ। নির্বাচিত সরকার বোঝে জনগণের চাহিদা কী এবং সেই অনুযায়ীই তারা পদক্ষেপ নিয়ে থাকে।
তিনি আরো বলেন, তারেক রহমান দীর্ঘদিন ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিদায় করেছে, খুনিরা পালিয়ে গেছে।
এখন বাংলাদেশের মানুষ চায় যা দ্রুত সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। গণতন্ত্রে তখনই পুরোপুরি বিজয় অর্জন হবে, যখন এ দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।
নবীনবরণ অনুষ্ঠানে শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাদত বিপলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য ডা. ফরিদ উজ-জামান খান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক ছানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান শফিক প্রমুখ।