নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে ‘হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে বাঁচতে চাই, ভারতের অপপ্রচার মানি না, মানবো না’ স্লোগানে ভারতীয় মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সকাল ১১টায়, বিক্ষোভ মিছিলটি হেমনগর বাজার কালী মন্দির থেকে শুরু হয়। এরপর হেমনগর ডিগ্রি কলেজ হয়ে পুনরায় বাজার কালী মন্দিরে শেষ হয়। এতে ২ শতাধিক হিন্দু নারী-পুরুষ অংশ নেয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভোলারপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষিকা সুরভী রানী সূত্রধর বলেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদ করার জন্য আজ এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে হিন্দু-মুসলিম শান্তিতে সহাবস্থান করছি। বিশেষ উদ্দেশ্যে হাসিলের জন্য একটি মহল সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। আমরা শাঁখা সিঁদুর পরে রাস্তায় নিয়মিত বের হই, কেউ বাধা দিচ্ছে না। ভারতের স্টুডিওতে বসে উস্কানিমূলক মিথ্যা সংবাদ প্রচার না করে বাংলাদেশে এসে দেখে তারপর সংবাদ প্রচার করুন।
হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌড় চন্দ্র পাত্র বলেন, ভারতীয় মিডিয়ারা এদেশে সাম্প্রতিক দাঙ্গা হচ্ছে, মহিলারা রাস্তায় চলাফেরা করতে পারে না, হিন্দুদের নিগৃহীত করছে এমন অপপ্রচার মিডিয়াতে তারা চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি অত্যন্ত সহমর্মিতার মাধ্যমে। আমাদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলিমরা শ্রম, আর্থিক বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে।
এ ব্যাপারে হেমনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রোজ ভিপি’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শুনেছি হিন্দুরা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে মিছিল করেছে। দলীয় নির্দেশনা ও সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে আমি সার্বক্ষণিক হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। পাশাপাশি তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে আর্থিক সহায়তা দিয়েছি। সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করতে ভারতীয় মিডিয়ার উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি।