নিজস্ব প্রতিনিধিঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় র্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমিন, বাসাইল রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ রুবেল মিয়া, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ।