মো. জাহাঙ্গীর হোসেন,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদসোহরাব বলেছেন, আমরা চাই মানুষ তার সমন্ত অধিকার ফিরে পাবে। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে, যেখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃস্ট্রান সবাই মিলে এক সাথে থাকবো।
গত শুক্রবার সন্ধায় উপজেলার ওয়ার্শী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কৃষক দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়নের চৌরঙ্গী বাজারে ওয়ার্ড কৃষক দলের সভাপতি নূর মুহাম্মদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক খন্দকার মোবারক হোসেন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর যুবদলের সভাপতি হামিদুর রহমান লাঠু, গোড়াই ইউনিয়ন গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এম এ জব্বার, গোড়াই শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন রোকন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র নেতা তাঁর বক্তৃায় বলেন, এত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, যে রক্তের দাগ এখনো শুকায়নি। এই রক্তের ঋন পরিশোধ করতে ঐক্যবদ্ধ থেকে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলতে হবে।