নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেল বিকেল ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আশ্রা গ্রামের কাঠ ব্যবসায়ী বাবা মজিবুর রহমান (৫৮) এবং তার বড় ছেলে জাহিদ (২৭)। আহত দুজন মধুপুর পৌর এলাকার দামপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে লিখন (২০) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে তাসির হোসেন (২০)।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে বাবা-ছেলে বাড়ি ফেরার পথে আশ্রা বাজারে পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, দুর্ঘটনায় নিহত বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।