নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড আহাদ মটরসের সামনে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ভ্যান নং ঢাকা মেট্রো ন সহ দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলেন- শামীম শেখ (৩০), আব্দুল লতিফ (৪৭), রবিউল ইসলাম রবি (২৭), রাসেল মিয়া (২৮), খাদেম আলী (২৮) ও আব্দুল্লাহ হিল কাফি (২০)।
রোববার দুপুরে কালিহাতী সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন। তিনি আরও বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়। তারা মূলত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে তাহারা কালিহাতী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল বলিয়া স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরি সহ ডাকাতির মামলা আছে। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা করা হয়েছে।