নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপচাপায় পলাশ কর্মকার নামের এক স্কুল শিক্ষক মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পাকুটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, পলাশ গৌররঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি ঘাটাইল পৌরসভার চান্দসি গ্রামে।
তিনি গতকাল দুপুরে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী মধুপুর উপজেলায় যাওয়ার পথে পিকআপ চাপা দেয়।
তারা আরো জানায়, তাকে উদ্ধার করে পরিবারের লোকজনের সহায়তায় সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি। তার স্ত্রী কাকলী দেবনাথ মধুপুরের আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও দুই সন্তানের জননী।