মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, “শৃঙ্খলা, কঠোর অনুশীলন, দেশাত্মবোধ আর সততার মহিমায় তোমারা গড়ে উঠবে যোগ্য নাগরিক হয়ে। তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন”।
সোমবার টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের চারদিন ব্যাপী আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের দেশ মাতৃকার প্রয়োজনে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চারদিন ব্যাপী চলা বর্ণিল এ আয়োজনের উদ্বোধন করেন মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী। আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ নজরুল হাউস শ্রেষ্ঠ হাউসের পুরস্কার অর্জন করে। এছাড়া ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ফজলুল হক হাউস চূড়ান্তভাবে শ্রেষ্ঠ হাউসের গৌরব অর্জন করেছে। প্রধান অতিথি বিজয়ী হাউসসমূহের হাতে পুরস্কার তুলে দেন।