নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ হেলালুর রহমান খান হেলালকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২২শে ডিসেম্বর) একটি গণমাধ্যমে বিএনপি নেতা হেলাল খান কর্তৃক বৃদ্ধের বাড়ি দখল শিরোনামে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে দলীয় সুনাম ক্ষুণ্ন হওয়ায় উপজেলা বিএনপি নেতা হেলাল খানকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপজেলা বিএনপি’র নেতা হেলাল খানের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনটির সত্যতা দলীয় তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কার্যকলাপের কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হলো। এ ব্যাপারে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল মানবজমিনকে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর জন্য গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। ফলে বিএনপি’র সুনাম ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে কোনোভাবেই সংগঠন প্রশ্রয় দিবে না। তাই তাকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।