নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় একটি গণমাধ্যমে ‘বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও দখল’ শিরোনামে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঘাটাইলের বাগুন্তা গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান হেলাল। বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার মুরাইদ মৌজায় ক্রয় সূত্রে ও দলিল মূলে তিন দশমিক ১০ একর জমি আমার দখলে রয়েছে প্রায় বিশ বছর ধরে। আমি ওই ভূমির মালিক হয়ে যথারীতি ভূমির নাম জারি ও হালনাগাদ খাজনা খারিজ করে নিষ্কণ্টকভাবে ভোগদখল করে আসছি। কিন্তু আকস্মিকভাবে আমার ভোগদখলে থাকা জমির মালিকানা দাবি করেন মুরাইদ এলাকার বাসিন্দা রমজান আলী। পরবর্তীতে স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি নিয়ে সালিশি বৈঠকের আয়োজন করা হলেও রমজান আলী অনুপস্থিত থাকেন। সর্বশেষ গত ১৯শে ডিসেম্বর স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ এবং উভয়পক্ষের আইনজীবীদের নিয়ে পুনরায় সালিশি বৈঠকে উভয়পক্ষের জমির কাগজপত্র দাখিল করা হলে সেখানেও তিনি অনুপস্থিত থেকে যান। পরে বৈঠকে উপস্থিতগণ সকল কাগজপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেন, হেলালুর রহমান খান নিষ্কণ্টকভাবে মোট তিন দশমিক ১০ একর জমির প্রকৃত মালিক। তা সত্ত্বেও রমজান আলী ওই ভূমির মালিকানা দাবি করে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মিথ্যা প্রতিবেদনটি প্রকাশ করা হয় বলে দাবি করেন তিনি।