মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

মধুপুর-ধনবাড়ীতে শীত জেঁকে বসেছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পৌষের মধ্য ভাগে এসে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীসহ আশপাশের জেলা-উপজেলায় কনকনে শীত জেঁকে বসেছে। সারা দিন সূর্যের মুখ দেখা না যাওয়া এবং উত্তর-পশ্চিম দিক থেকে হালকা হিমেল বাতাস বইতে থাকায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শীতের প্রকোপ বাড়ার কারণে গরিব অসহায় রিকশা চালক থেকে শুরু করে দিনমজুর শ্রেণীর মানুষ ঠিকমতো কাজে যেতে পারছেন না। ফলে তাদের কষ্টের মধ্যে দিন কাটতে হচ্ছে।

মধুপুরের আম্বাড়ীয়া গ্রামের দিনমজুর মতিয়ার রহমান জানান, শীতে কষ্ট সত্ত্বেও পেটের দায়ে কাজে যেতে হচ্ছে।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জুবায়ের হোসেন জানান, উপজেলার অসহায় শীতার্ত মানুষের জন্য সরকারিভাবে ১ হাজার ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৫০ টি কম্বল দ্রুত বিতরণ করা হবে। শীতের শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ও পৌরসভার ৪ শতাধিক শীতার্ত অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ দিকে, ধনবাড়ী বাসস্ট্যান্ডে শীতবস্ত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পুরনো কাপড়ের দোকানে গরিব ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সুযোগ বুঝে পুরনো কাপড়ের ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে দিয়েছে। একটি সাধারণ পুরনো সোয়েটার ২০০ থেকে ৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে। মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলায় শীতের কারণে শিশু ও বৃদ্ধদের সর্দি, কাশি, হাঁপানি রোগ বৃদ্ধি পাচ্ছে।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ফাহমিদা লস্কর জানান, প্রতিদিন হাসপাতালের ইনডোরে ৪-৫ জন শ্বাসকষ্টের রোগী ভর্তি হচ্ছে। এ ছাড়া আউটডোরে ৩০-৪০ জন সর্দি, কাশি, হাঁপানি রোগী চিকিৎসা নিচ্ছেন।

ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান জানান, উপজেলার শীতকবলিত মানুষের জন্য সরকারিভাবে ৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। এই টাকা দিয়ে ২ হাজার ৩০০ কম্বল ক্রয় করা হয়। এর মধ্যে পৌরসভার শীতার্তদের জন্য ৬০০ কম্বল দেয়া হয় এবং বাকি ১ হাজার ৭০০ উপজেলার ৭টি ইউনিয়নের শীতার্তদের জন্য বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ জানান, সরকারিভাবে বরাদ্দ পাওয়া শীতবস্ত্রসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল আমি ও সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান শীতের রাতে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights